ইউক্রেইনের পাশাপাশি মলদোভা, রাশিয়া, জর্জিয়া এবং বুলগেরিয়ার বাসিন্দাদেরও ঝড়ের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।
Published : 27 Nov 2023, 07:29 PM
তুষারঝড় এবং শক্তিশালী বাতাসে ইউক্রেইন জুড়ে দুই হাজারের বেশি শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণপশ্চিমের অঞ্চল ওডেসা। সেখানে তুষারঝড়ের মধ্যে গাড়িতে আটকে পড়া ৪৮ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে শিশুরাও ছিল। অন্তত ছয় জন হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছেন।
ইউক্রেইনের পাশাপাশি মলদোভা, রাশিয়া, জর্জিয়া এবং বুলগেরিয়ার বাসিন্দাদেরও ঝড়ের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।
সোমবার সকালে ইউক্রেইনের জরুরি পরিষেবা থেকে এক বিবৃতিতে জানানো হয়, খারাপ আবহাওয়ার কারণে দেশের ১৬টি অঞ্চলের দুই হাজার ১৯টি বসতি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তুষারের কারণে রাস্তায় ৮৪০টি গাড়ি আটকে পড়ে। যেগুলোকে টেনে সরাতে হয়েছে। দেশের কোথাও কোথাও দুই মিটার পুরু বরফ জমেছে। দেশের নানা প্রান্তে অন্তত এক হাজার ৩৭০টি কার্গো লরি আটকা পড়ে আছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিকোলাইভ অঞ্চল।
তুষার পরিষ্কার করতে দেশজুড়ে দেড় হাজারের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। পুলিশ. বর্ডার গার্ড এবং ন্যাশনাল গার্ডের সদস্যরা তাদের সহায়তা করছে।