প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে ধ্বংসস্তুপে উদ্ধার কাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
Published : 19 Dec 2023, 10:57 AM
মাস তিনেক আগে ভূমিকম্পে বড় প্রাণহানির পর ফের ধ্বংসযজ্ঞ দেখল চীন; দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে স্থানীয় সময় সোমবার রাতে শক্তিশালী কম্পনে প্রাণ গেছে ১১৬ জনের, আহত দুই শতাধিক।
সোমবার রাতের ওই ভূমিকম্পের একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, কম্পন আর পরাঘাতে কাঁপছে ভবন, খসে পড়ছে ঘর-বাড়ির চালা। ভবনের দেয়াল ফেটে চৌচির, লোকজন আতঙ্কে দৌড়ে চলে আসছে বাইরে। আর কম্পনের পরের চিত্র শুধুই ধ্বংসযজ্ঞ।
#UPDATE: Video captured the moment when a 6.2-magnitude earthquake shook Linxia Hui Autonomous Prefecture in NW China's Gansu on Monday night. The quake can be felt in major cities like Xi’an and Chengdu. pic.twitter.com/CrDeQBbnyO
— People's Daily, China (@PDChina) December 18, 2023
ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গানসু। প্রতিবেশী কুইনঘাই প্রদেশেও প্রাণহানি হয়েছে।
গানসুতে কম্পনের কয়েকঘণ্টা পর আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে জিনজিয়াং প্রদেশ। ভূমিকম্পের পর কোথাও কোথাও বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। মাইনাস ১৪ ডিগ্রি তাপমাত্রার হাড়হিম করা ঠাণ্ডায় শত শত উদ্ধারকর্মী ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা করেছেন। গানসুতে পূর্ণমাত্রায় উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।
গত সেপ্টেম্বরে দক্ষিণপশ্চিমের সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়। আর এবার ৬ দশমিক ২ মাত্রার কম্পনে প্রায় দ্বিগুণ প্রাণহানি দেখল চীন।