দুই মাসের বেশি সময় ধরে লোকচক্ষুর আড়ালে থাকা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে দায়িত্ব থেকে অপসারণ করেছে চীন। এ নিয়ে ৩ মাসের মধ্যে চীন দুজন মন্ত্রীকে অপসারণ করল।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, লি শাংফুকে মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সিলের পদ থেকে অপসারণ করা হয়েছে। এর আগে গত জুলাই মাসে অপসারণ করা হয়েছিল পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে। তাকেও স্টেট কাউন্সিলর পদ থেকে অপসারণ করা হয়।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির শীর্ষ আইনপ্রণেতারা দুই মন্ত্রীকেই অপসারণের অনুমোদন দিয়েছে। এই অপসারণের কোনও কারণও ব্যাখ্যা করা হয়নি।
লি শাংফুর জায়গায় এখনও কারও নাম ঘোষণা করা হয়নি। ফলে বেইজিংয়ে শিয়াংশান ফোরামে ২৯ থেকে ৩১ অক্টোবরে বিদেশি প্রতিরক্ষামন্ত্রীদের সভা আয়োজনের এ সময়ে চীনে প্রতিরক্ষামন্ত্রীর পদ শুন্য হয়ে আছে।
গত ২৯ আগস্ট শেষবার দেখা গিয়েছিল চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে। এরপর দুর্নীতির অভিযোগে চীনে শাংফুয়ের বিরুদ্ধে তদন্ত চলার খবর জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স।
গায়েব অবস্থাতেই শাংফুকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় চীনে প্রেসিডেন্ট শি জিনপিংকে ঘিরে তার নেতৃত্বদানকারী দলের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।