Published : 11 Jul 2023, 11:34 PM
ইউক্রেইনকে নেটো সদস্য করার কোনও সময়সীমা না থাকায় কড়া ভাষায় পশ্চিমা সামরিক এই জোটকে একহাত নিয়েছেন প্রেসিডেন্ট ভেলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, নেটো জোটে ইউক্রেইনকে কখন সদস্য করে নেওয়া হবে সে বিষয়ে কোন সময়সীমা নির্ধারণ না করাটা ‘নজিরবিহীন এবং অদ্ভুত’।
এতে কার্যত ইউক্রেইনকে নেটোতে আমন্ত্রণ জানানো কিংবা সদস্যপদ দেওয়ার ব্যাপারে কোন প্রস্তুতি নেই- তেমনটিই মনে হচ্ছে বলে মন্তব্য করেন জেলেনস্কি।
তার এই আক্রমণাত্মক বক্তব্যের পর নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, নেটোতে সদস্য হিসাবে ইউক্রেইনের যোগদান প্রক্রিয়া বদলে তা সহজ করা হবে। দ্বি-ধাপ প্রক্রিয়াকে নামিয়ে আনা হবে এক-ধাপ প্রক্রিয়ায়।
ভিলনিয়াসে মঙ্গলবার নেটো সম্মেলনকালে স্টলটেনবার্গ একথা বলেন বলে জানিয়েছে বিবিসি। তবে তিনি স্পষ্ট করে একথাও বলেন যে, নেটোতে সদস্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয় শর্ত পূরণের ভিত্তিতে, সময়সীমার ভিত্তিতে নয়।
“আপনি যদি সবার সদস্যপদের প্রক্রিয়ার দিকে তাকান তাহলে দেখবেন সেটা সময়সীমার ভিত্তিতে হয়নি। হয়েছে শর্তপূরণের ভিত্তিতে, যেটি সবসময়ই হয়ে থাকে,” বলেন স্টলটেনবার্গ।
নেটো ২০০৮ সালে ইউক্রেইনকে জোটের সদস্য করে নিতে রাজি হয়েছিল। কিন্তু সেটি কখন এবং কীভাবে করা হবে সেটি বলেনি।
স্টলটেনবার্গ বলেন, ইউক্রেইনে যুদ্ধ চলমান থাকায় দেশটিকে নেটোর পূর্ণ সদস্য করে নেওয়ার সঠিক সময় এখন নয় বলেই জোটের সদস্যরা একমত।
ভিলনিয়াসের নেটো সম্মেলনের আলোচনায় এবার ইউক্রেইনের সদস্যপদ এবং দেশটিকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টি প্রাধান্য পেয়েছে।
ইউক্রেইন কখন নেটোতে যোগ দিতে পারবে সে ব্যাপারে স্টলটেনবার্গ বলেন, জোটের সদস্যরা যখন একমত হবে এবং সব শর্ত পূরণ হবে তখনই সেটি হবে। এ সময়ই তিনি ইউক্রেইনের যোগদান প্রক্রিয়া সহজ করার কথা বলেন।
স্টলটেনবার্গ আরও বলেন, ইউক্রেইনকে নেটোর মানদণ্ডের পর্যায়ে নিয়ে আসতে কয়েকবছরের একটি সহযোগিতা কর্মসূচি চালু করা হবে। তাছাড়া, গঠন করা হবে একটি নতুন নেটো-ইউক্রেইন কাউন্সিলও। যেখানে নেটোদেশগুলোর সঙ্গে বসে ইউক্রেইন বৈঠক করতে পারবে।
স্টলটেনবার্গ তার এই ঘোষণাকে ইউক্রেইনের জন্য একটি শক্তিশালী প্যাকেজ এবং দেশটির সদস্যপদের দিকে এক সুস্পষ্ট পথ বলে বর্ণনা করেছেন।
নেটো সদস্যপদ পেতে লেগে যেতে পারে কয়েকদশক। কিন্তু ইউক্রেইন যতটা সম্ভব দ্রুত সদস্যপদ নেওয়ার জন্য নেটোর কাছে আর্জি জানিয়েছে।