দক্ষিণ লেবাননে বিমান হামলায় ১০ জন নিহত হওয়ার ঘটনায় ‘ইসরায়েলকে মূল্য দিতে হবে’- বলেছে হিজবুল্লাহ।
Published : 15 Feb 2024, 10:08 PM
দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় পাঁচ শিশুসহ অন্তত ১০ জন নিহত হওয়ার পর দেশটির হিজবুল্লাহ গোষ্ঠী হুমকি দিয়েছে। বলেছে, এই নাগরিকদের হত্যার জন্য ‘ইসরায়েলকে মূল্য দিতে হবে’।
লেবানন-ইসরায়েল সীমান্তে চারমাসের অশান্ত পরিস্থিতির মধ্যে বুধবারই ছিল লেবাননে ইসরায়েলের হামলায় সবচেয়ে প্রাণঘাতী দিন।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা নাবাতিয়েহ এলাকায় বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর এলিট রাদোয়ান ইউনিটের কমান্ডারসহ আরও একজনকে হত্যা করেছে। বেসামরিক নাগরিক নিহতের কথা ইসরায়েলি বাহিনী উল্লেখ করেনি।
তবে হিজবুল্লাহ বলছে, তাদের তিন যোদ্ধা নিহত হয়েছে। তবে কমান্ডার নিহত হওয়ার বিষয়ে তারা কিছু বলেনি।
লেবাননের কয়েকটি সূত্রমতে, নাবাতিয়েহ এলাকায় বিমান হামলায় বুধবার নিহতদের মধ্যে আছে ৭ বেসামরিক নাগরিক। তারা সবাই একই পরিবারের। তাদের মধ্যে তিন শিশু আছে।
বুধবার এই হামলার আগে আরেকটি হামলা হয়। তাতে সাওয়ানা সীমান্ত গ্রামে এক নারী এবং দুই শিশু নিহত হয়েছিল।
লেবাননের হিজবুল্লাহ এক রাজনীতিবিদ হাসান ফাদাল্লাহ বলেছেন, “এই অপরাধের জন্য শত্রুকে মূল্য দিতে হবে। হিজবুল্লাহর তাদের জনগণকে সুরক্ষা দেওয়ার আইনগত অধিকার আছে।”