ফিলাডেলফিয়ায় বন্দুকধারীদের গুলিতে আহত ৯

একটি গাড়ি থেকে একাধিক বন্দুকধারী বের হয়ে গুলি করা শুরু করে, তারা প্রায় ৪০টির মতো গুলি ছোড়ে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2022, 02:54 PM
Updated : 6 Nov 2022, 02:54 PM

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুকধারীদের গুলিতে ৯ জন আহত হয়েছে এবং তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে কেনসিংটন এলাকায় এই গুলির ঘটনা ঘটে বলে শহরটির প্রথম উপ-পুলিশ কমিশনার জন স্ট্যানফোর্ডের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

একটি গাড়ি থেকে একাধিক বন্দুকধারী বের হয়ে গুলি করা শুরু করে, তারা প্রায় ৪০টির মতো গুলি ছোড়ে, টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ ব্রিফিংয়ে এমনটাই বলেছেন স্ট্যানফোর্ড।  

বন্দুকধারীদের উদ্দেশ্য কী ছিল, তা স্পষ্ট হওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

গুলি ছোড়ার পর বন্দুকধারীরা ফের গাড়িতে উঠে চলে যায়, বলেছেন স্ট্যানফোর্ড।

চলতি বছরের মে মাসে টেক্সাসে এক বন্দুকধারীর গুলিতে ১৯ শিশুসহ ২১ জন নিহত হয়েছিল। হ্যালোউইনের রাতে ক্যানসাস সিটি ও শিকাগোতে গুলির ঘটনায় ১ জন নিহত ও প্রায় ২০ জন আহত হয়।