ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় চীনের পশ্চিমাঞ্চলে ১৬ মৃত্যু, নিখোঁজ ৩৬

তুমুল বৃষ্টিপাতের ফলে নদীগুলোর গতিপথ বদলে যায় আর তাতে একাধিক গ্রাম ও শহর ভেসে যায়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2022, 09:55 AM
Updated : 18 August 2022, 09:55 AM

চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাংহাইয়ে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৩৬ জন নিখোঁজ বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সিসিটিভি জানায়, বুধবার রাত থেকে কাংহাই প্রদেশের ৪ লাখ ৩ হাজারের বেশি জনসংখ্যা অধ্যুষিত স্বায়ত্তশাসিত দাতোং হুই অ্যান্ড তু এলাকায় হঠাৎ করে ভারি বৃষ্টিপাত শুরু হলে পাহাড়ে বন্যা এবং ভূমিধস দেখা দেয়।

তুমুল বৃষ্টিপাতের ফলে নদীগুলোর গতিপথ বদলে যায় আর তাতে একাধিক গ্রাম ও শহর ভেসে যায়। বন্যায় ৬ হাজার দুইশর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি।

দুর্যোগ মোকাবেলায় ১৬০টির বেশি যান ও দুই হাজার জনের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে স্থানীয় সরকার।

চলতি বছরের জুন থেকেই চীনকে দাবদাহ, রেকর্ড বন্যার মতো চরমভাবাপন্ন আবহাওয়াজনিত পরিস্থিতির সঙ্গে লড়তে হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এসব দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে দেশটির সরকার। চীনের অর্থনীতি ও সমাজের ওপর চরমভাবাপন্ন আবহাওয়ার প্রভাব ক্রমেই বাড়ছে, বলেছে তারা।