হাদি আল-বাহরা সিরিয়ার বিপ্লব ও বিরোধী বাহিনীর জাতীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন। দামেস্কের পরিস্থিতি নিরাপদ আছে, বলেছেন তিনি।
Published : 08 Dec 2024, 02:03 PM
সিরিয়ার বিরোধীদলীয় নেতা হাদি আল-বাহরা আরবি সংবাদ সংস্থা আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “বিদ্রোহীদের হাতে পতন হওয়া সিরিয়ার রাজধানী দামেস্ক নিরাপদ আছে।”
তিনি বলেন, “আসাদ সরকারের পতন হয়েছে আর সিরিয়ার ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের অবসান হয়েছে।”
বাহরা সিরিয়ার বিপ্লব ও বিরোধী বাহিনীর জাতীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জনতাকে আশ্বস্ত করে বলেছেন, দামেস্কের পরিস্থিতি নিরাপদ আছে।
বিবিসি জানিয়েছে, সামাজিক মাধ্যম এক্স এ তিনি লিখেছেন, “আমাদের সব সম্প্রদায়ের ও ধর্মের লোকজনকে বলছি, যতক্ষণ পর্যন্ত আপনারা অন্য কোনো নাগরিকের বিরুদ্ধে অস্ত্র তুলে না ধরছেন এবং যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের বাড়িতে অবস্থান করছেন, আপনারা নিরাপদ।
“সেখানে প্রতিশোধ বা বদলার কোনো ঘটনা ঘটবে না এবং কোনো মানবাধিকারও লঙ্ঘিত হবে না। মানুষের মর্যাদার প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং তাদের মর্যাদা রক্ষা করা হবে।”
সিরিয়ার বিদ্রোহীদের বিদ্যুৎগতির আক্রমণের মুখে রোববার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসান হয়েছে বলে দেশটির সেনাবাহিনীর কর্মকর্তাদের অবহিত করেছেন তাদের কমান্ডাররা, এ বিষয়ে জ্ঞাত এক সিরীয় কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন।
বিদ্রোহীরা দাবি করেছেন, রাজধানী দামেস্ক ‘এখন আসাদ মুক্ত’।
এর আগে প্রেসিডেন্ট আসাদ রোববার একটি উড়োজাহাজে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশে দামেস্ক ত্যাগ করেছেন বলে সিরীয় সেনাবাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।