রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেইনকে সাহায্য করতে সম্প্রতি ৬১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাস করেছে মার্কিন কংগ্রেস।
Published : 14 May 2024, 02:48 PM
রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেইনের প্রতি সংহতি জানাতে দেশটির রাজধানী কিইভে গিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
মঙ্গলবার ভোরে একটি ট্রেনযোগে কিইভে পৌঁছান ব্লিংকেন। এর আগ পর্যন্ত তার এ সফরের কথা গোপন রাখা হয়েছিল।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেইনকে সাহায্য করতে সম্প্রতি ৬১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাস করেছে মার্কিন কংগ্রেস, তারপর থেকে ব্লিংকেন কিইভ সফরে যাওয়া সবচেয়ে ঊধ্র্বতন মার্কিন কর্মকর্তা।
ব্লিংকেনের সঙ্গে সফররত সাংবাদিকদের নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, “রাশিয়ার বোমাবর্ষণের মধ্যে ইউক্রেইনীয়রা স্পষ্টতই অনেক কঠিন সময়ের মধ্যে আছে, তাদের আশ্বাসের জোরালো বার্তা দেওয়ার আশা করছেন ব্লিংকেন।”
ওই কর্মকর্তা জানান, ২৪ এপ্রিল প্রেসিডেন্ট জো বাইডেন অনুমোদন করার পর ওই সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইতোমধ্যেই কামান, এটিএসিএমএস নামে পরিচিত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেইনীয় বাহিনীগুলোর কাছে পৌঁছানো শুরু করেছে।
সফরে ব্লিংকেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের বিষয়ে ফের আশ্বস্ত করবেন এবং দেশটির ভবিষ্যতের ওপর দৃষ্টি রেখে একটি ভাষণ দেবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেইন সেনা স্বল্পতার পাশাপাশি কামানোর গোলা সংকটে ভুগছে। এসব কারণে দক্ষিণে দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেইনীয় বাহিনী প্রবল চাপে আছে। এর সুযোগ নিয়ে লোকবল ও গোলাবারুদে অনেক বলীয়ান রুশ বাহিনী ধীরে ধীরে অগ্রগামিতা অর্জন করছে।