ইসরায়েলের উত্তরাঞ্চলের বেইত হিলেল এলাকায় এসব রকেট ছুড়েছে লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী।
Published : 04 Aug 2024, 07:33 PM
ইসরায়েলের ভূখণ্ডে কয়েক ডজন ‘কাতিউশা’ রকেট ছুড়েছে বলে শনিবার জানিয়েছে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। এরই ধারাবাহিকতায় সর্বশেষ এই হামলা চালাল তারা।
আরব নিউজ জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চলের বেইত হিলেল এলাকায় এসব রকেট ছুড়েছে হিজবুল্লাহ।
এর আগে লেবাননের কেফার কেলা ও দেইর সিরিয়ানে ইসরায়েল হামলা চালিয়েছিল। এতে কয়েকজন আহত হওয়ার জবাবেই ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহ এই কাতিউশা রকেট ছুড়ল বলে গোষ্ঠীটি জানিয়েছে।
লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিতে ইসরায়েলের হামলায় গোষ্ঠীটির কমান্ডার ফুয়াদ শুকর নিহত হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যার এই হামলাই ইসরায়েলের ভূখন্ডে তাদের প্রথম রকেট হামলা।
হিজবুল্লাহ নেতা হাসান নাসারাল্লাহ বলেছেন, অভিযান আবার শুরু হবে শুক্রবার সকালে। শুকরের হামলার বদলায় তার হিজবুল্লাহ গোষ্ঠী পাল্টা হামলা চালাতে বাধ্য বলে সতর্ক করেছেন তিনি।