সুইজারল্যান্ডে আয়োজিত শান্তি সম্মেলনের সমাপণী ভাষণে একথা বলেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।
Published : 16 Jun 2024, 10:16 PM
ইউক্রেইনের সব অঞ্চল থেকে মস্কো সেনা সরিয়ে নিলে আগামীকালই রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করবে কিইভ।
সুইজারল্যান্ডে আয়োজিত শান্তি সম্মেলনের সমাপণী ভাষণে রোববার একথা বলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
কিন্তু তিনি এও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষ করবেন না। তাই সামরিক বা কূটনৈতিক যে কোনও উপায়েই হোক না কেন আমাদেরকে এ যুদ্ধ বন্ধ করতে হবে।
জেলেনস্কি আরও বলেন, “যুদ্ধে জয় লাভের জন্য পশ্চিমাদের পাঠানো সহায়তা যথেষ্ট না। তবে শান্তি সম্মেলন দেখিয়ে দিয়েছে যে, ইউক্রেইনের প্রতি আন্তর্জাতিক সমর্থন দুর্বল হয়ে পড়ছে না।”
ইউক্রেইনের ভূখণ্ডের অখণ্ডতার প্রতিশ্রুতি দিয়ে সুইজারল্যান্ডের শান্তি সম্মেলন রোববার শেষ হয়েছে। এতে অংশ নেয় ১০০ টিরও বেশি দেশ ও সংগঠন।
চূড়ান্ত ঘোষণাপত্রে ইউক্রেইন যুদ্ধে মানুষের দুর্ভোগ ও ব্যাপক ধ্বংসের জন্য রাশিয়াকে দায়ী করা হয়েছে। কয়েক ডজন দেশ এই যুদ্ধ অবসানে যে কোনও চুক্তির ভিত্তি হিসাবে ইউক্রেইনের অখন্ডতাকে সমর্থন দিয়েছে।