নির্বাচনের ফলাফল নিয়ে চলমান বিতর্কের মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো প্রেসিডেন্ট মাদুরোর প্রতি সামরিক বাহিনীর আনুগত্যের বিষয়টি নিশ্চিত করলেন।
Published : 07 Aug 2024, 01:02 PM
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সামরিক বাহিনীর ‘সম্পূর্ণ আনুগত্য’ ফের নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো।
প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে চলমান বিতর্কের মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো সামরিক বাহিনীর আনুগত্যের বিষয়টি নিশ্চিত করলেন।
রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের বিরোধীদলীয় প্রার্থী এদমুন্দো গনসালেস ও বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো সোমবার প্রকাশিত এক চিঠিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি ‘জনগণের পক্ষে দাঁড়ানোর’ আহ্বান জানানোর পর মন্ত্রী পাদ্রিনোর ওই মন্তব্য আসে।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক ঘোষণায় সেনাবাহিনীর জেনারেল পাদ্রিনো বলেন, “নাগরিক নিকোলাস মাদুরো মোরোসের প্রতি আমরা আমাদের সম্পূর্ণ আনুগত্যের স্বীকৃতি দিচ্ছি।”
এ সময় সামরিক বাহিনী ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা তার পাশে ছিলেন।
তিনি আরও বলেন, “আমাদের ঐক্য ও প্রাতিষ্ঠানিকতা ভাঙতে এসব বোকা ও অসঙ্গত আহ্বান জানানো হচ্ছে।”
২৮ জুলাই ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ ঘোষিত ফলাফল অনুযায়ী, মাদুরো ৫১ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন এবং গনসালেসকে পরাজিত করেছেন।
কিন্তু নির্বাচনে গনসালেস ৬০ লাখেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বলে বিরোধীদল নিজেদের দাবিতে অটল রয়েছে। তাদের হিসাবে মাদুরো পেয়েছেন মাত্র ২৭ লাখ ভোট। নিজেদের দাবির পক্ষে অনলাইনে ৩০ হাজার ভোটিং মেশিনের ব্যালটের একটি কপিও ছাপিয়েছে বিরোধীদল।
ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, তাদের কাছেও ব্যালটের কপি আছে কিন্তু তারা বা দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ সেগুলো প্রকাশ করেনি। দেশটির নির্বাচনী কর্তৃপক্ষের ওয়েবসাইট ২৯ জুলাইয়ের শুরুর দিক থেকেই ডাউন হয়ে আছে।
গনসালেস ও মাচাদো সামরিক বাহিনীর উদ্দেশ্যে তাদের চিঠি প্রকাশ করার পর আইন ভাঙতে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের উস্কানি দেওয়ার অভিযোগে তাদের উভয়ের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক সাব।