মরিয়ম বর্তমানে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)- এর ঊর্ধ্বতন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
Published : 09 Feb 2024, 03:05 PM
পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে জয় পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বড় মেয়ে মরিয়ম নওয়াজ।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে লাহোরে এনএ-১১৯ আসনে প্রার্থী ছিলেন তিনি।
বিবিসি জানায়, নির্বাচন কমিশনের ঘোষিত প্রাদেশিক নির্বাচনের ফলে তিনি পেয়েছেন ৮৪ হাজার ভোট।
আর ৬৮ হাজার ভোট পেয়ে তার পরের অবস্থানে আছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-সমর্থিত প্রার্থী শেহজাদ ফারুক।
মরিয়ম বর্তমানে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)- এর ঊর্ধ্বতন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাকিস্তানে জাতীয় পরিষদের ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই। সেকারণে ভোট হয়েছে ২৬৫ আসনে।
কোনও দল এককভাবে সরকার গঠন করতে হলে ১৩৪টি আসনে জয় প্রয়োজন হবে। তবে পাকিস্তানে এবার কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।