এবারের জাতিসংঘ অধিবেশনে ইউক্রেইন যুদ্ধের পাশাপাশি জলবায়ু সংকটের মতো বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে।
Published : 24 Jan 2024, 12:49 AM
নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সমবেত বিশ্ব নেতাদের রাশিয়ার বিরুদ্ধে একাট্টা হয়ে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেছেন, “আজ আমাদেরকে এই নগ্ন আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং আগামী দিনগুলোতে অন্যান্য হবু-আগ্রাসনকারীদের নিবৃত্ত করতে হবে।”
জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে প্রায় ২০০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এতে রয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কিও।
এবারের অধিবেশনে ইউক্রেইন যুদ্ধের পাশাপাশি জলবায়ু সংকটের মতো বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। জলবায়ু প্রসঙ্গে বাইডেন বলেছেন, তিনি জলবায়ু পরিবর্তনকে মানবজাতির অস্তিত্বে হুমকি হিসাবেই দেখছেন। বিশ্বের জীবাশ্ম জ্বলানির উপর নির্ভরশীলতা কমানো দরকার। সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)