হাইতিতে বন্যায় অন্তত ৪২ মৃত্যু, হাজার হাজার গৃহহীন

অপরাধী দলগুলোর ব্যাপক সহিংসতার কারণে হাইতি কঠিন পরিস্থিতিতে পড়েছে, তার মধ্যেই দেশটি বন্যাকবলিত হল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2023, 08:38 AM
Updated : 7 June 2023, 08:38 AM

হাইতিতে ভারি র্বষণে সৃষ্ট বন্যায় গত কয়েকদিনে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত ও নিখোঁজ রয়েছেন।

দেশটির সাড়ে তের হাজারেরও বেশি বাড়ি বন্যাকবলিত হয়েছে বলে সোমবার কর্মকর্তারা জানিয়েছেন।

হাইতির বেসামরিক সুরক্ষা সংস্থা টুইটারে জানিয়েছে, রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছেসহ দেশের বিভিন্ন অংশে বন্যা দেখা দিয়েছে আর রোববার রাত থেকে মৃতের সংখ্যা বাড়ছে।

রোববার এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল অরি বলেছেন, “আমার সরকার, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে মিলে পরিস্থিতি অনুযায়ী জরুরি পদক্ষেপ নিচ্ছে।”

বেসামরিক সুরক্ষা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার কারণে দেশটির কৃষি খাত মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অপরাধী দলগুলোর ব্যাপক সহিংসতার কারণে হাইতি কঠিন পরিস্থিতিতে পড়েছে, তার মধ্যেই দেশটি বন্যাকবলিত হল।

মায়ামি হেরাল্ডকে দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান জানিয়েছেন, অপরাধী দলগুলো উদ্ধার অভিযানেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। 

জুন থেকে নভেম্বর পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলে আটলান্টিক হ্যারিকেন ঋতু বিরাজ করে। এবার এই ঋতুর শুরুতেই হাইতিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।