কেবল ঋষি সুনাক ছাড়া কনজারভেটিভ দলের হেভিওয়েট প্রার্থীদের বেশির ভাগই এবার ভোটে হেরে গেছেন।
Published : 05 Jul 2024, 07:38 PM
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস লেবার পার্টির টেরি জার্মির কাছে নিজ আসনে হেরেছেন। সাউথ ওয়েস্ট নরফোক আসনে ৬৩০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি।
এবারের নির্বাচনে পার্লামেন্ট থেকে ছিটকে পড়া একাধিক ঊর্ধ্বতন কনজারভেটিভ সদস্যের মধ্যে আছেন ট্রাস।
কেবল ঋষি সুনাক ছাড়া এ দলের হেভিওয়েট প্রার্থীদের বেশির ভাগই ভোটে হেরে গেছেন। কনজারভেটিভ পার্টির জন্য এ এক বড় পরাজয়।
হারের পর ট্রাস বলেছেন, তার দল কর কম রাখা এবং অভিবাসী কমাতে যথেষ্টকিছু করতে পারেনি।
কনজারভেটিভ রাজনীতিতে থাকবেন কিনা জিজ্ঞেস করা হলে ট্রাস বলেন, “এ বিষয়ে আমার অনেক কিছু চিন্তা করার আছে।” জনগণের কাছে সময় চেয়ে তিনি বলেন, “আমাকে একটু সময় দিন।”
২০২২ সালে মাত্র ছয় সপ্তাহের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লিজ ট্রাস। সরকারের অর্থনৈতিক নীতি ও কর্মসূচি নিয়ে তার প্রশাসন ও কনজারভেটিভ পার্টির তোলপাড়ের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।