চীনে মারাত্মক বন্যা, সরানো হল কয়েক লাখ মানুষকে
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2022 03:12 PM BdST Updated: 22 Jun 2022 03:12 PM BdST
-
বন্যার্ত মানুষজনকে সরিয়ে নিচ্ছেন উদ্ধারকারীরা। ছবি: রয়টার্স
টানা প্রবল বর্ষণে চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় কয়েকটি প্রদেশে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনার পর এসব অঞ্চল থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিভিন্ন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকায় এবং বন্যার পানির উচ্চতা ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ হওয়ার পর মঙ্গলবার দুটি প্রদেশ বন্যা সতর্কতার মাত্রা বাড়িয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের ভিডিওতে বন্যায় সড়কে থাকা গাড়ি ভেসে যেতে এবং দড়ির সাহায্যে লোকজনকে উদ্ধারের দৃশ্য দেখা গেছে।
১৯৬১ সালের পর ওই অঞ্চলে এবারই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
নদী তীরবর্তী ও নিচু এলাকাগুলোর বাসিন্দাদেরকে তুলনামূলক উঁচু জায়গায় সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর অন্যতম গুয়াংডং প্রদেশের শাওগুয়ানে কর্মকর্তারা বন্যা সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছেন। শহরটি মে মাসের শেষ দিক থেকে রেকর্ড বৃষ্টিপাত দেখেছে। গুয়াংডংয়ের কুইংগুয়ান শহরেও সর্বোচ্চ বন্যা সতর্কতা জারি করা হয়েছে।
গুয়াংডং ও গুয়াংসি প্রদেশকে ঘিরে রাখা পার্ল নদীর নিচু অববাহিকায় বৃষ্টি সরবরাহ ব্যবস্থাপনা, উৎপাদন ও জাহাজে পণ্য পাঠানোর কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে। কোভিড মোকাবেলায় দেওয়া কঠোর বিধিনিষেধের কারণে এখানে আগে থেকেই এসব কার্যক্রম বিঘ্নিত হচ্ছিল।
উত্তরপূর্ব চীনের জিয়াংসি প্রদেশে বন্যায় ৪ লাখ ৮৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পর কর্তৃপক্ষ সেখানেও বন্যা সতর্কতার মাত্রা বাড়িয়েছে বলে জানিয়েছে সিনহুয়া নিউজ।
বন্যার কারণে ওই অঞ্চলে ৪৩ হাজার ৩০০ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৪৭০ মিলিয়ন ইউয়ানে (৭ কোটি ডলারের সামান্য বেশি) দাঁড়িয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।
সামনের দিনগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং পার্ল নদীর অববাহিকায় পানির মাত্রা বাড়া অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা স্থানীয় কর্মকর্তাদের।
চীনের আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, গুয়াংডং, ফুজিয়ান ও গুয়াংসিতে মে-র শুরু থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত গড় বৃষ্টিপাত পৌঁছেছে ৬২১ মিলিমিটারে, যা ১৯৬১ সালের পর থেকে সর্বোচ্চ।
গ্রীষ্মকালে প্রবল বর্ষণের কারণে চীনের দক্ষিণাঞ্চলে নিয়মিতই বন্যা দেখা যায়; জলবায়ু পরিবর্তন এ পরিস্থিতির জটিলতা আরও বাড়িয়ে তুলছে বলে উদ্বিগ্ন কর্তৃপক্ষ।
দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় কয়েকটি প্রদেশে এ বন্যার সময় চীনের উত্তরের অনেক এলাকায় অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে; তবে বৃষ্টিও খুব শিগগিরই সেখানে আঘাত হানতে যাচ্ছে, বলা হয়েছে আবহাওয়া পূর্বাভাসে।
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
কিইভে দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
রাশিয়া থেকে আর সোনা কিনবে না যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
-
কীসের পদত্যাগ, আরও এক যুগ ক্ষমতায় থাকতে চান জনসন
-
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালে স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে নিহত ৬
-
পুতিনের জয় বিশ্বের জন্য বিপর্যয়কর হবে: জনসন
-
ইউক্রেইন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন
-
জি-৭ সম্মেলন শুরুর আগে কিইভে মুহুর্মূহু রুশ ক্ষেপণাস্ত্র হামলা
-
বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান, খালি চোখেই দেখা যায়
-
কাতার থেকে অনুদান নেওয়ার অভিযোগ, বিতর্কে প্রিন্স চার্লস
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’