উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে, জানাল দক্ষিণ কোরিয়া
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2022 10:19 AM BdST Updated: 17 Jan 2022 10:43 AM BdST
-
জেনিভায় উত্তর কোরিয়ার স্থায়ী মিশনে উড়ছে দেশটির পতাকা। ফাইল ছবি: রয়টাসর্
উত্তর কোরিয়া তাদের রাজধানী পিয়ংইয়ংয়ের বিমানবন্দর থেকে দু’টি স্বপ্ল-পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।
সোমবার ছোড়া ক্ষেপণাস্ত্র দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানিয়েছে তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এই নিয়ে চলতি মাসে এ পর্যন্ত চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।
জাপান সরকারও এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানিয়েছে। একে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসুনো।
পারমাণবিক ক্ষমতাধর উত্তর কোরিয়া দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আরও তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে দু’টি পরীক্ষা ছিল ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের’, এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতির ও সুনিয়ন্ত্রিত। শুক্রবার সর্বশেষ পরীক্ষায় ট্রেন থেকে দু’টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম) ছুড়েছিল তারা।
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, সোমবারের উৎক্ষেপণে পিয়ংইয়ংয়ের সুনান বিমানক্ষেত্র থেকে পূর্বদিকে দু’টি এসআরবিএম ছোড়া হয়েছে।
উত্তর কোরিয়া ২০১৭ সালে তাদের হওয়াসং-১২ মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইআরবিএম) পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য এই বিমানবন্দরটি ব্যবহার করেছিল।
ওই বছরের পর থেকে উত্তর কোরিয়া আর দীর্ঘ-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) বা পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেনি। কিন্তু ২০১৯ সালে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা স্থবির হয়ে পড়ার পর তারা নতুন নকশা করা এসআরবিএম উন্মোচন ও এগুলোর ধারাবাহিক পরীক্ষা শুরু করে।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ নতুন এসব এসআরবিএমের অনেকগুলোই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ফাঁকি দেওয়ার মতো করে নকশা করা হয়েছে। উত্তর কোরিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র উৎপাদনেরও চেষ্টা করে যাচ্ছে, এতে সফল হলে তারা এসব এসআরবিএমে পারমাণবিক ওয়ারহেড স্থাপন করতে পারবে।
আরও পড়ুন:
মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার বিরুদ্ধে বাইডেনের প্রথম নিষেধাজ্ঞা
ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার
এক সপ্তাহের মধ্যে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার
-
খরচের বাজারে সঞ্চয় ভাঙছেন, কম খাচ্ছেন ভারতের অবসরপ্রাপ্তরা
-
ইমরানের সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটা, ১৭শ গ্রেপ্তার
-
নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
-
সোমালিয়ায় ক্ষুধার ‘কামড়ে’ মরছে শিশুরা
-
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড
-
‘গান লবির বিরুদ্ধে দাঁড়াতে’ নাগরিকদের প্রতি আহ্বান বাইডেনের
-
‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
-
মেক্সিকোতে হোটেলে বন্দুকধারীদের হামলায় নিহত ১১
-
খরচের বাজারে সঞ্চয় ভাঙছেন, কম খাচ্ছেন ভারতের অবসরপ্রাপ্তরা
-
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড
-
ইমরানের সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটা, ১৭শ গ্রেপ্তার
-
সোমালিয়ায় ক্ষুধার ‘কামড়ে’ মরছে শিশুরা
-
নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
-
‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প