সেরামের কোভিশিল্ড টিকার ইউরোপ-জটিলতা কাটছে

ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকা নিয়ে ইউরোপ ভ্রমণের ছাড়পত্র না পাওয়ায় যে জটিলতা দেখা দিয়েছিল, তা কাটছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2021, 03:21 PM
Updated : 1 July 2021, 03:22 PM

বিবিসি বৃহস্পতিবার জানিয়েছে, ইউরোপের নয়টি দেশ সেরামের কোভিশিল্ড নিয়ে আসা ব্যক্তিদের ভ্রমণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতটি দেশ হল- জার্মানি, স্পেন, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, গ্রিস, স্লোভেনিয়া ও এস্তোনিয়া।

ইইউর বাইরে থাকা সুইজারল্যান্ড ও আইসল্যান্ডও সেরামে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন দিয়েছে।

ইইউ আগেই জানিয়েছিল, টিকার ক্ষেত্রে দেশগুলো নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে।

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা বাজারজাত করছে।

বিশ্বে টিকা উৎপাদনকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটেও এই টিকা তৈরি হচ্ছে।

মহামারীকালে ভ্রমণের ক্ষেত্রে কোভিড-১৯ টিকা নেওয়া ভিসার মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।, যাকে বলা হচ্ছে ‘ভ্যাকসিন পাসপোর্ট’।

ইইউ এক্ষেত্রে কিছু টিকাকে ওয়াইড পাস বা ডিজিটাল গ্রিন সার্টিফিকেট দিয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির (ইএমএ) সবুজ সংকেত পেলেও সেরামের টিকাটি তা এখনও পায়নি।

ফলে কোভিশিল্ড নিয়ে যারা ইউরোপ ভ্রমণে যেতে চান, তাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

তার পরিপ্রেক্ষিতে সেরামের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা বলেন, তার প্রতিষ্ঠানটি দ্রুতই বিষয়টির সুরাহা করার চেষ্টা করছে।