এবার পাঞ্জাবে সবুজ ছত্রাক শনাক্ত

ভারতের মধ্যপ্রদেশের পর এবার পাঞ্জাবে এক ব্যক্তির দেহে সবুজ ছত্রাকের সংক্রমণ ধরা পড়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2021, 02:46 PM
Updated : 20 June 2021, 02:46 PM

পাঞ্জাবের সরকারি হাসপাতালের ডিস্ট্রিক্ট এপিডেমিওলজিস্ট ডা. পরমবীর সিং শনিবার এ খবর নিশ্চিত করেন বলে জানায় এএনআই।

তিনি বলেন, ‘‘আক্রান্ত ব্যক্তির বয়স ৬০ বছরের কাছাকাছি। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা আরও কয়েকজনের আক্রান্ত হওয়ার খবর পেয়েছি, কিন্তু এখনও নিশ্চিত হতে পারিনি।”

“কালো ছত্রাকে আক্রান্তদের মত সবুজ ছত্রাকে আক্রান্ত ব্যক্তির দেহেও একই ধরনের উপসর্গ দেখা যায় বলেও জানান এই চিকিৎসক। তিনি বলেন, ‘‘এ নিয়ে আমাদের আতঙ্কিত না হয়ে বরং এটি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।”

গত ১৪ জুন ভারতের মধ্যপ্রদেশে প্রথম ৩৪ বছর বয়সের এক ব্যক্তির দেহে সবুজ ছত্রাক শনাক্ত হয়। ইন্দোরের একটি প্রাইভেট হাসপাতাল থেকে তাকে পরে হেলিকপ্টারে করে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এর আগে ভারতের বিভিন্ন প্রান্তে কালো, সাদা ও হলুদ ছত্রাকের সংক্রমণ শনাক্ত হয়েছে। সাধারণ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠা ব্যক্তিদের দেহে এসব ছত্রাকের সংক্রমণ দেখা যাচ্ছে।

এসব ছত্রাকে সংক্রমিত ব্যক্তিদের মৃত্যুর হার করোনাভাইরাসে আক্রান্তদের মৃত্যু হারের চেয়ে অনেক বেশি।