সীমান্তে আফগান জঙ্গি হামলায় ৪ পাকিস্তানি সেনা নিহত

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আফগান জঙ্গিদের চোরাগোপ্তা হামলায় ৪ সেনা নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

>>রয়টার্স
Published : 5 May 2021, 03:20 PM
Updated : 5 May 2021, 03:20 PM

বুধবার পাকিস্তানের সেনারা আফগানিস্তান সীমান্তে বেড়া বসানোর কাজ করছিলেন। সে সময়ই সেখানে জঙ্গি হামলা হয়।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ওই সীমান্ত এলাকার সঙ্গে আফগানিস্তানের পাকটিকা প্রদেশের সীমান্ত আছে। তবে সীমান্তে হামলার ব্যাপারে আফগান কর্মকতারা তাৎক্ষণিকভাবে কিছু বলেননি।

পাকিস্তান বলেছে, আফগানিস্তান সংলগ্ন ওই সীমান্ত এলাকা নিরাপদ করতে তারা সেখানে ২৫০০ কিলোমিটার জুড়ে বেড়া বসাচ্ছে। 

আফগানিস্তানের আপত্তি উপেক্ষা করেই বেড়ার কাজ করছে পাকিস্তান। এই বেড়ার কারণে পশতুন আদিবাসী এলাকার অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে অভিযোগ আফগানিস্তানের।

আফগান-পাকিস্তানের এই বিতর্কিত সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীই মাঝেমধ্যে গুলি বিনিময় করে। গতবছর জুলাইয়ে এমনই এক গোলাগুলিতে পাকিস্তানের একটি সীমান্তপারাপার এলাকা থেকে আফগানিস্তানে ঢোকার অপেক্ষায় থাকা অন্তত ২২ জন নিহত হয়েছিল।