অঘোষিত সফরে তাইওয়ানে মার্কিন সামরিক কর্মকর্তা, চীনের হুঁশিয়ারি
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2020 11:38 PM BdST Updated: 23 Nov 2020 11:38 PM BdST
-
ছবি: রয়টার্স
তাইওয়ানে অঘোষিত সফরে গেছেন যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর দুই-তারকা সামরিক কর্মকর্তা।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক গোয়েন্দা কার্যক্রম তত্ত্বাবধানে থাকা এই কর্মকর্তা হচ্ছেন রিয়াল অ্যাডমিরাল মাইকেল স্টাডমেন।
সংশ্লিষ্ট দুই কর্মকর্তা রোববার রয়টার্সকে এ সফরের কথা জানিয়েছেন। তবে এ ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন।
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রণালয়ও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা তাইওয়ানে গেছেন। তবে এটি ঘোষিত সফর নয় বলে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলতে অস্বীকৃতি জানায় মন্ত্রণালয়।
তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে আসা চীন সেখানে মার্কিন সামরিক কর্মকর্তার এই সফরের খবরে এর সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন তাইওয়ানকে জোরাল সমর্থন দিয়ে এসেছে। তাইওয়ানে অস্ত্রও বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এতে উদ্বিগ্ন চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানের মধ্যে কোনও ধরনের আদান-প্রদান কিংবা দুই দেশের মধ্যে কোনও সামরিক সম্পর্কের ঘোর বিরোধী চীন।
পরিস্থিতি যেদিকে যাবে সে অনুযায়ী চীনের পক্ষ থেকে সমুচিত জবাব দেওয়া হবে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেন নি ঝাও।
এর আগে গত অগাস্টে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার এবং সেপ্টেম্বরে মার্কিন আন্ডারসেক্রেটারি অব স্টেট তাইপে সফরে যাওয়ার পর চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল দ্বীপটির কাছে জঙ্গি বিমান পাঠিয়ে।
-
‘কোভিড টিকা নেওয়ার পরও ছড়াতে পারে ভাইরাস’
-
টিকা সরবরাহে দেরির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইতালি
-
কোভিড-১৯: নিউজিল্যান্ডে নতুন করে রোগী শনাক্ত
-
যুক্তরাজ্যে দ. আফ্রিকার ভাইরাসের ধরনে আক্রান্ত ৭৭
-
যুক্তরাষ্ট্রে শনাক্ত করোনাভাইরাস রোগী আড়াই কোটি ছাড়াল
-
৪ বছরে ৩০ হাজারের বেশি মিথ্যা বলার নজির ট্রাম্পের
-
যুক্তরাজ্যে ভেন্টিলেটর সাপোর্টে চার হাজারের বেশি রোগী
-
‘কমলা’ হ্যারিসের সম্মানে অভিনব উদ্যোগ ভারতের বিনোদোন পার্কে
-
টিকা সরবরাহে দেরির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইতালি
-
কোভিড-১৯: নিউজিল্যান্ডে নতুন করে রোগী শনাক্ত
-
‘কোভিড টিকা গ্রহণকারীও ছড়াতে পারে ভাইরাস’
-
করোনাভাইরাস: যুক্তরাজ্যে দক্ষিণ আফ্রিকার ধরনে আক্রান্ত ৭৭
-
৪ বছরে ৩০ হাজারের বেশি ‘মিথ্যা’ বলার নজির ট্রাম্পের
-
‘কমলা’ হ্যারিসের সম্মানে অভিনব উদ্যোগ ভারতের বিনোদোন পার্কে
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- সাবেক এমপি পেলেন গৃহহীনদের ঘর
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- আলাভেসকে উড়িয়ে জয়ে ফিরল রিয়াল
- এশিয়ার ‘মাদক সম্রাট’ আমস্টার্ডামে গ্রেপ্তার
- টিভি সূচি (রোববার, ২৪ জানুয়ারি ২০২১)
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর
- তামিম তাকিয়ে আরও ১০ পয়েন্টে