নরওয়েতে ছুরি হামলায় নিহত ১, আহত ২

নরওয়েতে একাধিক ছুরি হামলার ঘটনায় এক নারী নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2020, 01:46 PM
Updated : 15 July 2020, 01:46 PM

মঙ্গলবার গভীর রাতে রাজধানী অসলোর দক্ষিণে সার্পসবর্গ শহরে এ হামলা হয়।

বিবিসি জানায়, পুলিশ হামলাকারী সন্দেহে ৩১ বছরের একজনকে গ্রেপ্তার করেছে। নরওয়ের নাগরিক ওই ব্যক্তির আগেও এমন সহিংসতার নজির আছে।

তিনি মানসিক কোনও সমস্যার কারণে ছুরি হামলা চালিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিহত নারীর বয়স পঞ্চাশের কোটায়। আহতদের একজনের অবস্থা গুরুতর।

নরওয়ের পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতের দিকে তারা সার্পসবর্গ শহরের একাধিক জায়গায় কয়েকজনের ছুরিকাহত হওয়ার খবর পেয়েছিলেন।

এরপর পুলিশ জানায়, তিন নারী ছুরিকাহত হয়েছেন। দুইজন গুরুতর আহত হয়েছিলেন। তাদেরই একজন পরে হাসপাতালে মারা যান। তৃতীয়জন সামান্য আহত হয়েছেন।

এ হামলার পর পুলিশ সিটি সেন্টার বন্ধ করে দেয়। এছাড়া, টুইটারে এক বার্তায় জনগণকে ঘর থেকে বের না হওয়ারও পরামর্শ দেয়।

পুলিশ জানায়, হামলাকারী প্রথমে সেন্ট্রাল বাসস্ট্যান্ডে গাড়িতে অপেক্ষারত এক নারীকে ছুরিকাঘাত করে। অন্য আরেকজনের উপর তার বাড়িতে ঢুকে হামলা চালায়।

আহত দুই নারীর সঙ্গে হামলাকারীর সম্পর্কও ছিল বলে জানানো হয়েছে এক প্রেস রিলিজে।

আহত এক নারী হামলাকারীকে চিনতে পারার পর পুলিশ তার কাছ থেকে ঠিকানা নিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রত্যক্ষদর্শীদের কাছে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।