বুরকিনা ফাসোতে হামলায় নিহত ১৫

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ‍উত্তরাঞ্চলীয় একটি শহরে ব্যবসায়ীদের একটি বহরে চালানো হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2020, 01:11 PM
Updated : 30 May 2020, 01:11 PM

শুক্রবার অজ্ঞাত আক্রমণকারীরা হামলাটি চালিয়েছে বলে দেশটির সরকার শনিবার জানিয়েছে।

এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুরকিনা ফাসো ২০১৭ সাল থেকে আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করে আসছে।

এসব লড়াইয়ে গত বছর আফ্রিকার সাহেল অঞ্চলের এই দেশটিতে শত শত লোক নিহত হয়েছেন। ক্রমাগত হামলার মুখে অন্তত পাঁচ লাখ লোক নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। এসব হামলা গোষ্ঠীগত ও সাম্প্রদায়িক উত্তেজনায় ইন্ধন যোগাচ্ছে।

সৈন্যরা বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় আরেকটি প্রদেশে জঙ্গিদের একটি আস্তানা গুড়িয়ে দিয়েছে বলে বৃহস্পতিবার দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে। ওই অভিযানে ১০ জঙ্গি ও এক সৈন্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তারা।