নতুন কায়দায় ইসরায়েলি সেনাদের ফাঁদে ফেলছে হামাস

ইসরাইলি সেনাদের স্মার্ট ফোন হ্যাক করে নারীদের ভুয়া ছবি দিয়ে তাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করছে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলনের দল হামাস। ইসরায়েলি সেনাবাহিনী একথা জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2020, 05:12 PM
Updated : 17 Feb 2020, 05:47 PM

সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, সেনাদেরকে তরুণীদের ভুয়া ছবি পাঠানো হয় এবং একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। এভাবে সেনাদের অজ্ঞাতেই তাদের মোবাইল হ্যাক করা হয়।

তবে হামাসের এ প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্যও চুরি যায়নি বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ইসরায়েলের সাথে দ্বন্দ্বে জড়িয়ে রয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস।

সম্প্রতি কয়েকবছরে হামাস তৃতীয়বারের মতো ইসরায়েলি সেনাদের ফোনে ঢুকে তাদেরকে ফাঁদে ফেলার এমন চেষ্টা নিয়েছে। তবে এবার তারা অনেক বেশি চাতুর্যের সঙ্গে একাচ করেছে বলে জানিয়েছেন ইসরায়েলি বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস।

তিনি জানান, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) কয়েকমাস আগেই হামাসের এই চক্রান্ত ধরতে পেরেছিল। তারপরই বিষয়টি নজরদারিতে রাখা হয় এবং পরে বন্ধ করা হয়।