আফগানিস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2020, 10:56 AM
Updated : 27 Jan 2020, 11:31 AM

রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমে গজনি প্রদেশের তালেবান-নিয়ন্ত্রিত দেহ ইয়াক জেলায় সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটের দিকে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সোমবার স্থানীয় গণমাধ্যমকে একথা জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র আরিফ নুরি।

উড়োজাহাজটিতে ৮৩ জন আরোহী ছিল বলে জানিয়েছে, ‘দ্য ডেইলি মেইল’ পত্রিকা।

গজনি প্রদেশের মুখপাত্র নূরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “আরিয়ানা আফগান এয়ারলাইন্সের একটি বোয়িং উড়োজাহাজ গজনির দেহ ইয়াক জেলার সাদো খেল এলাকায় বিধ্বস্ত হয়েছে।” কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এতে আগুন ধরে গেছে বলে জানান তিনি।

তবে বিবিসি’র খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি আরিয়ানা এয়ারলাইন্সের বলে জানানো হলেও কোম্পানিটি একথা অস্বীকার করেছে।

কোম্পানির এক প্রতিনিধি বলেছেন,“ আরিয়ানা এয়ারলাইন্সের যে উড়োজাহাজ উড্ডয়ন করেছিল সেটি গন্তব্যে পৌঁছেছে। বিধ্বস্ত হয়নি। আর যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে সেটি আরিয়ানা এয়ারলাইন্সের নয়।”