‘নিউমোনিয়া সদৃশ’ ভাইরাসে চীনে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু

চীনের কর্মকর্তারা নতুন, নিউমোনিয়া সদৃশ একটি ভাইরাসে দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2020, 07:09 AM
Updated : 17 Jan 2020, 07:09 AM

নিহত ব্যক্তি পূর্বাঞ্চলীয় শহর উহানের; ডিসেম্বরে এই শহরেই ভাইরাসটির ছড়িয়ে পড়ার খবর মিলেছিল বলে বিবিসি জানিয়েছে।

প্রাণঘাতি ওই ভাইরাসে জাপানেও এক ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

চীনের বাইরে এর আগে থাইল্যান্ডে এ নিউমোনিয়া সদৃশ ভাইরাসের অস্তিত্ব মিলেছিল।

নতুন এ ভাইরাসটিতে চীনের উহানের একটি মাছবাজার সংশ্লিষ্ট কয়েক ডজন ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়।

চীনের ওই মাছবাজারটি চলতি বছরের ১ জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হয়।  

নিউমোনিয়া সদৃশ এ ভাইরাসটি করোনাভাইরাস পরিবারের, বলেছেন কর্মকর্তারা; সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে প্রাণঘাতি সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমও (সার্স) এ পরিবারের ভাইরাসে হয়ে থাকে।

চীন থেকে উদ্ভূত সার্স ভাইরাসের প্রকোপে ২০০২-০৩ এর দিকে বিশ্বজুড়ে সাতশ’র বেশি মানুষ মারা গিয়েছিলেন। সেসময় ২৬টি দেশের প্রায় ৮ হাজার লোক প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

২০০৪ সালের মে মাসে চীন নিজেদেরকে সার্সমুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছিল।

নিউমোনিয়া সদৃশ ভাইরাসে সর্বশেষ নিহত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ; নিশ্চিত হওয়া যায়নি এমন বেশ কয়েকটি সূত্র নিহত এ চীনা নাগরিকের বয়স ৬৯ বলে জানিয়েছে।

জাপানে যে ব্যক্তির শরীরে একই ভাইরাস মিলেছে, তিনিও সম্প্রতি উহান ভ্রমণ করেছিলেন।

টোকিওর কাছাকাছ এলাকার বাসিন্দার বয়স ৩০ এর ঘরে বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ।

আক্রান্ত ব্যক্তি চীনা নাগরিক বলে প্রতিবেদনে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। 

গত সপ্তাহে থাইল্যান্ড কর্তৃপক্ষও উহান থেকে ব্যাংকক নামা এক নারীর শরীরে নিউমোনিয়া সদৃশ এ ভাইরাসটির উপস্থিতির কথা নিশ্চিত করেছিল।

আক্রান্ত নারীকে পৃথক স্থানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছিল তারা।