বুরকিনা ফাসোতে বোমা বিস্ফোরণে বাসের ১৪ যাত্রী নিহত

বুরকিনা ফাসোর উত্তরপশ্চিমাঞ্চলে বোমা বিস্ফোরণে একটি যাত্রীবাহী বাসের অন্তত ১৪ যাত্রী নিহত ও চার জন আহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2020, 05:09 PM
Updated : 4 Jan 2020, 05:12 PM

বাসটির যাত্রীদের অধিকাংশই ছিল শিক্ষার্থী। তারা নতুন বছরের ছুটি শেষে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছিল বলে বিবিসি জানিয়েছে।

উত্তরপশ্চিমাঞ্চলীয় সৌরৌ অঞ্চলের তোয়েনি বিভাগে ঘটনাটি ঘটেছে। বাসটি রাস্তায় পেতে রাখা একটি আইইডি বোমার ওপর উঠে গেলে সেটি বিস্ফোরিত হয় বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে।

এই হামলার পেছনে কারা আছে তা পরিষ্কার হয়নি। তবে সম্প্রতি বুরকিনা ফাসোতে জঙ্গিদের হুমকি বেড়ে চলেছে। 

খ্রিস্টীয় বড়দিনের আগে দেশটির উত্তরাঞ্চলীয় একটি সামরিক ঘাঁটিতে সন্দেহভাজন জঙ্গি হামলায় ৩৫ জন বেসামরিক নিহত হয়েছিল।

বিদ্রোহীদের মোকাবেলায় দেশটির সরকারকে সাহায্য করার উদ্যোগ নিয়েছে পশ্চিমা দেশগুলো, কিন্তু সহিংসতা বেড়েই চলেছে।