সিরিয়ার ইদলিব ছেড়েছে ২৩৫,০০০’র বেশি মানুষ

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে বাড়িঘর ছেড়ে পালিয়েছে ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2019, 06:23 PM
Updated : 27 Dec 2019, 06:23 PM

সিরিয়ার সরকারি বাহিনীর জোরদার অভিযানের মুখে ১২ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে এ বিপুল সংখ্যক মানুষ এলাকা ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশই প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিদ্রোহীদের শেষ প্রধান ঘাঁটি।

রাশিয়ার বাহিনীর সহায়তায় সিরিয়া সরকার গত নভেম্বর থেকে ইদলিবে বোমা হামলা চালাচ্ছে।

ডিসেম্বরের মাঝামাঝিতে সেখানে বিমান এবং স্থল হামলা আরো বাড়ায় বেসামরিক লোকজন এলাকা ছেড়ে দ্রুত সরে যেতে শুরু করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থা ওচা।

হাজার হাজার পরিবার ট্রাকে এবং প্রাইভেট কারে করে উত্তরের দিকে এগুচ্ছে।

সরকারি বাহিনীর হামলার কারণে মারাত আল-নুমান শহর এবং কাছের দক্ষিণাঞ্চলীয় ইদলিব অঞ্চল প্রায় ফাঁকা হয়ে গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

উদ্বাস্তু ওইসব মানুষেরা বেশিরভাগই ইদলিবের উত্তরের বিভিন্ন শহরসহ শরণার্থী শিবিরগুলোর দিকে যাচ্ছে এবং কাছের আলেপ্পো প্রদেশের দিকে এগুচ্ছে।