জর্ডানে ছুরি হামলায় গাইডসহ পর্যটক আহত

জর্ডানে বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় নগরী জেরাশে ছুরিকাঘাতে একজন গাইড ও এক নিরাপত্তারক্ষীসহ বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 6 Nov 2019, 01:02 PM
Updated : 6 Nov 2019, 01:02 PM

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে।

এক নিরাপত্তাকর্মী প্রাথমিকভাবে রয়টার্সকে বুধবার ছুরিকাঘাতে আহতদের মধ্যে স্পেনের তিনজন নারী পর্যটক রয়েছেন বলে জানিয়েছেন। তবে স্পেন এর মধ্যে তাদের কোনো নাগরিক নেই বলে জানিয়েছে।

যদিও জর্ডানের গণমাধ্যমে ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে আহতদেরকে স্প্যানিস এবং ল্যাতিন আমেরিকান উচ্চারণে কথা বলতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে রক্তাক্ত এক নারীকে মেঝেতে পড়ে থাকতে এবং টি-শার্টে রক্তের দাগ লাগা আরেক নারীকে আতঙ্কে চিৎকার করতে দেখা যায়।

আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। যদিও এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

রোমান সাম্রাজ্যের নানা স্থাপনার ধ্বংসাবশেষের কারণে প্রতি বছর প্রচুর পর্যটক জেরাশ ভ্রমণে যান।

বিশেষ করে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ দেশ বিবেচনায় গত দুই বছর ধরে প্রচুর ইউরোপীয় পর্যটক জর্ডানে যাচ্ছেন।

সেখানে পর্যটকদের উপর এমন হামলার ঘটনা প্রায় দেখাই যায় না।