অস্ট্রেলিয়ায় দাবানলে ৩০ টি বাড়ি ভষ্মীভূত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে দাবানলে অন্তত ৩০টি বাড়ি পুড়ে গেছে।

>>রয়টার্স
Published : 9 Oct 2019, 04:35 PM
Updated : 9 Oct 2019, 04:35 PM

বিবিসি জানায়, নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডে বেশ কয়েকটি জায়গায় আগুন জ্বলছে।

কয়েকটি একালায় মঙ্গলবার গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

ইচ্ছাকৃতভাবে জ্বালানো আগুনে এই দাবানলের সৃষ্টি হয়েছে বলে ধারণা স্থানীয় কর্তৃপক্ষের। আগুনে একজন গুরুতর দগ্ধ হয়েছেন বলেও জানান তারা।

সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় বসন্তকাল শুরু হয়। এই সময়ে দেশটির পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকা খরা আক্রান্ত হয় বলে দাবানলের ঝুঁকি বেড়ে যায়।

কিন্তু এবার কয়েকটি জায়গায় দাবানল যেভাবে শুরু হয়েছে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা কর্মকর্তাদের।

বর্তমানে দাবানল প্রায় এক লাখ হেক্টর ভূমিতে ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও পাঁচ সপ্তাহ ধরে আগুন জ্বলছে।