আরো উন্নত সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান: আইএইএ

সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দ্রুত বাড়াতে আরো আধুনিক সেন্ট্রিফিউজ ব্যবহার করছে ইরান, যা পরমাণু চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ‘আইএইএ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2019, 04:35 PM
Updated : 9 Sept 2019, 04:35 PM

ইরান ২০১৫ সালে বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে পরমাণু চুক্তি করেছিল। কিন্তু গত বছর মে মাসে যুক্তরাষ্ট্র ওই চুক্তি প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই তেহরান ধীরে ধীরে চুক্তি লঙ্ঘন শুরু করে। 

অবশ্য ইরান ঘোষণা দিয়েই চুক্তি লঙ্ঘন করছে। গত সপ্তাহে দেশটির সরকার বলেছিল, তারা ইউরেনিয়াম সমৃদ্ধির ক্ষেত্রে চুক্তিতে বেঁধে দেওয়া সীমা লঙ্ঘন করতে চলেছে।

সোমবার আইএইএ মুখপাত্র জানান, ইরান আইএইএ-কে আগেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দ্রুত বাড়াতে অত্যাধুনিক যন্ত্রের ব্যবহার শুরু করার কথা জানিয়েছিল। যেগুলো চুক্তিতে ব্যবহার করা নিষেধ।