মাউন্ট এভারেস্টে ব্রিটিশ পর্বতারোহীর মৃত্যু

মাউন্ট এভারেস্ট থেকে নেমে আসার সময় এক ব্রিটিশ পর্বতারোহীর মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2019, 06:05 PM
Updated : 26 May 2019, 05:43 AM

অতিরিক্ত দুর্বলতার কারণেই শনিবার তার মৃত্যু হয়েছে বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই নিয়ে চলতি আরোহণ ঋতুতে বিশ্বের সর্বোচ্চ পবর্ত শৃঙ্গে আট পরবতারোহী এবং নেপালের হিমালয় রুটে মোট ১৮ পর্বতারোহীর মৃত্যু হলো।

৮,৮৫০ মিটার (২৯,০৩৫ ফুট) উঁচু শিখরটিতে উঠতে গিয়ে অথবা নামার সময় দুর্বলতা, অবসাদ ও অনেক পর্বতারোহীর ভিড়ের কারণে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটছে বলে হাইকিং কর্মকর্তারা জানিয়েছেন।  

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা মিরা আর্চারিয়া জানান, শিখর থেকে নামার সময় স্বল্প অক্সিজেন মাত্রার জন্য ‘ডেথ জোন’ নামে পরিচিত এলাকায় রবিন হেইন্স ফিশারের (৪৪) মৃত্যু হয়।

তাকে নিয়ে চলতি ঋতুতে এভারেস্টে আট পর্বতারোহীর মৃত্যু হলো। চলতি মাসেই এই ঋতুর মেয়াদ শেষ হবে।

“দীর্ঘ আরোহণের পর নেমে আসার কঠিন কাজটি করার সময় দুর্বলতার কারণে তার মৃত্যু হয়। শিখর থেকে শেরপা গাইডদের সঙ্গে নেমে আসার সময় তিনি হঠাৎ জ্ঞান হারান,” বলেছেন ফিশারের পর্বতারোহণের ব্যবস্থাপনাকারী কোম্পানি এভারেস্ট পরিবার ট্রেকসের মুরারি শর্মা।

সঙ্গে থাকা গাইডরা ফিশারের অক্সিজেন বোতল পরিবর্তন করে তাকে পানি পান করতে দিলেও তাকে বাঁচাতে পারেননি বলে জানান শর্মা।

চীনের তিব্বতের অংশ দিয়েও মাউন্ট এভারেস্টের শিখরে ওঠা যায়। চলতি ঋতুতে ওই পাশ থেকেও মৃত্যুর খবর এসেছে।