আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ডুবে ও গাড়ি ভেসে গিয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2019, 04:25 PM
Updated : 2 March 2019, 04:25 PM

আকস্মিক এ বন্যায় দুই হাজারেরও বেশি বাড়ি ডুবে গেছে বলে শনিবার জানিয়েছে ত্রাণ উদ্যোগ সমন্বয় বিষয়ক জাতিসংঘের সংস্থা ওসিএইচএ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

শুক্রবার কান্দাহার শহর ও আরও ছয়টি জেলায় ভারি বৃষ্টিপাত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।

আকস্মিক বন্যায় হেরাত প্রদেশে কয়েকশত বাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা।

বন্যাদুর্গতরা কান্দাহার শহর ও জেলাগুলোর বিভিন্ন নিরাপদ এলাকার স্কুল, মসজিদ ও সরকারি ভবনে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন তারা।

আগ্রানদাব, দামান, স্পিন বোলদাক ও দান্দ জেলায় শিশুসহ অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন। 

যাযাবর কোচি সম্প্রদায়ের প্রায় ৫০০ লোক নদীর তীরে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছেন বলে ওসিএইচএ-র বিবৃতিতে বলা হয়েছে। হেলিকপ্টারে করে তাদের উদ্ধারের আর্জি জানানো হয়েছে।