আফগানিস্তানে সোনার খনি ধসে নিহত ৩০

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে একটি গ্রামে নদীর তলদেশে সোনা খোঁজার সময় খনিতে ধসে নেমে অন্তত ৩০ শ্রমিক নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2019, 01:30 PM
Updated : 6 Jan 2019, 01:30 PM

বাদাখশান প্রদেশের কোহিস্তান জেলায় রোববার এ দুর্ঘটনা ঘটে বলে জানায় বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, সোনার খোঁজে গ্রামবাসীরা শুকিয়ে যাওয়া একটি নদীর তলদেশে প্রায় ২২০ ফুট গভীর খাদ খনন করে। এক পর্যায়ে ওই খাদটিতে ধস নামে।

এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন বলে জানান স্থানীয় কর্মকর্তারা।

প্রাদেশিক সরকারের এক মুখপাত্র বলেন, “দশকের পর দশক ধরে ওই গ্রামবাসীরা নদীতে সোনা খোঁজার কাজ করছেন। যার উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।

“ধসের পর আমরা দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাঠিয়েছি। কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছানোর আগেই গ্রামবাসীরা মৃতদেহ সরিয়ে ফেলা শুরু করেছিল।”