অস্ট্রেলিয়ায় টর্নেডো, শিলাঝড়

অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ডজুড়ে টর্নেডো ও বজ্রঝড় ‘সুপারসেলে’ অন্তত চারজন আহত হয়েছে; ক্ষয়ক্ষতি হয়েছে অসংখ্য বাড়িঘর ও ফসলের।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2018, 06:04 AM
Updated : 12 Oct 2018, 06:04 AM

বৃহস্পতিবার রাজ্যটির দক্ষিণ পশ্চিমে বড় বড় শিলাখণ্ড ও ঘূর্ণিঝড়ের দেখা মেলে বলে অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরের (বিওএম) বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

ব্রিসবেনের ২৫০ কিলোমিটার দক্ষিণের শহর টানসেতে টর্নেডো শত শত গাছ উপড়ে, অসংখ্য বাড়িঘরের ছাদ উড়িয়ে নিয়েছে।

কিনগারোয়তে টেনিস বল আকৃতির শিলা গাড়ির উইন্ডস্ক্রিনে পড়ে চারজন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আহতদের একজন ফিওনা সিম্পসন সামাজিক যোগাযোগমাধ্যমে তার শরীরে কালশিটে দাগ ও আঁচড়ের ছবি পোস্ট করেছেন।

“আমি আমার নবজাতককে ঢেকে ফেলি, যেন সে বাজেভাবে আঘাত না পায়। কখনোই শিলা ঝড়ের মধ্যে গাড়ি চালাইনি,” ছবির সঙ্গে এমনটাই লেখেন এ নারী।

বৃহস্পতিবার বড় বড় আকৃতির শিলাখণ্ড ও ঘণ্টায় ৯৮ কিলোমিটার গতির বাতাস কুইন্সল্যান্ডের বাড়িঘর ও ফসলের তুমুল ক্ষয়ক্ষতি করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। দুর্যোগে গবাদিপশু ও বন্যপ্রাণীরও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

শিলাবৃষ্টিতে অসংখ্য যানবাহনের ক্ষতি ও অগণিত গাছ পড়ে থাকার পাশাপাশি ঝড়ের পর তাৎক্ষণিক বন্যারও দেখা মিলেছে বলে বিবিসিকে জানিয়েছেন রাজ্যের বাসিন্দা স্টিভেন হারলেন্ড।

“প্রকৃতি মাতা যে স্বল্প সময়ের মধ্যে কি করতে পারে, এটা তারই সামান্য নিদর্শন,” বলেছেন তিনি।

শিলাঝড় ও টর্নেডোর পর সাহায্য চেয়ে তিনশ’রও বেশি ফোন এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, এদের মধ্যে উপড়ানো গাছে আটকে পড়া এক গাড়িচালকও আছেন।

শুক্রবার পর্যন্ত ১০ হাজারের মতো স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন।