ঝড় আলির কবলে আয়ারল্যান্ড, মৃত ১

আয়ারল্যান্ডে ঝড় আলির আঘাতে প্রায় দুই লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ে এ পর্যন্ত এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2018, 03:32 PM
Updated : 19 Sept 2018, 03:32 PM

বিবিসি জানায়, আয়ারল্যান্ডের গ্যালওয়ে কাউন্টিতে  প্রচণ্ড ঝড়ো বাতাসে ৫০ বছর বয়সের ওই নারীর ক্যারাভ্যান পাহাড়ি রাস্তা থেকে উড়ে সৈকতে গিয়ে পড়ে।

এছাড়া, বিভিন্ন সড়কে কয়েকটি লরি উল্টে পড়ে থাকতে দেখা গেছে। ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে যুক্তরাজ্যের কয়েকটি অঞ্চলের ওপর দিয়েও।

ঝড়ের মধ্যে উড়ন্ত বস্তুর আঘাতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়ার পর স্কটল্যান্ডে শিক্ষার্থীদের হেঁটে বাড়ি ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডে ঝড় মোকাবেলায় প্রস্তুত থাকার কথা বলে সতর্কতা জারি করা হয়েছে।