ওয়াশিংটনে মিছিলের অনুমতি পেল শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা

ভার্জিনিয়ার শার্লটসভিলে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের সমাবেশ ঘিরে হওয়া সহিংসতার বর্ষপূর্তিতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে শোভাযাত্রা করার অনুমতি পেয়েছে উগ্র ডানপন্থিরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2018, 09:57 AM
Updated : 10 August 2018, 09:57 AM

ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস) আগামী ১২ অগাস্ট হোয়াইট হাউসের কাছে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের পাশাপাশি তাদের বিরোধীদেরও মিছিলের অনুমতি দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।   

গত বছর শার্লটসভিলের রক্তক্ষয়ী ‘ইউনাইটেড দ্য রাইট’ শোভাযাত্রার আয়োজক জেসন কেসলার অবশ্য জুনেই ওয়াশিংটনে তাদের কর্মূসচি আয়োজনের অনুমতি পাওয়ার কথা জানিয়েছিলেন।

শোভাযাত্রা ও পাল্টা কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতের আগে এনপিএস এ অনুমতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে চায়নি।

হোয়াইট হাউসের কাছে লেফায়েতে পার্কে ‘ইউনাইটেড দ্য রাইট টু’ শোভাযাত্রা করার অনুমতি দেওয়া হয়েছে। এতে চারশ-র মতো লোক উপস্থিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবারের শোভাযাত্রায় একবছর আগে শার্লটসভিলে ঘটে যাওয়া ‘বেসামরিক নাগরিকদের অধিকার অবমাননার’ প্রতিবাদ জানানো হবে বলে আয়োজকরা বলেছেন।

কর্মসূচির বক্তাদের মধ্যে কট্টর ডানপন্থি গোষ্ঠী কু ক্লুক্স ক্ল্যানের সাবেক নেতা ডেভিড ডিউকও থাকবেন বলে অনুমতিপত্রের বরাতে জানা গেছে। উগ্র ডানপন্থি নেতাদের মধ্যে আরও বক্তব্য দেবেন প্যাট্রিক লিটেল, সিমন রোচে, কেভিন করমিয়ের, অ্যাভি হরটন, কোরে মেহলার ও টম কাওচিজনকি।

শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ বিরোধী অ্যানসার কোয়ালিশনসহ দুটি গোষ্ঠীকেও ওয়াশিংটন ডিসিতে প্রতিবাদ করার অনুমতি দিয়েছে এনপিএস।