পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৭

পাকিস্তানের কোয়েটায় একটি বোমা বিস্ফোরণে সাত জন নিহত এবং অন্তত ২৩ জন আহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 9 Jan 2018, 04:19 PM
Updated : 9 Jan 2018, 04:19 PM

মঙ্গলবার বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার পুলিশের একটি ট্রাক লক্ষ্য করে বোমা হামলা চালানো হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশের ধারণা, এটি আত্মঘাতী হামলা ছিল।

যে এলাকায় এই হামলা হয় সেখানেই প্রাদেশিক সংসদ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়গুলো অবস্থিত।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরির পদত্যাগের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এ হামলা হল।

স্থানীয় সংসদে সানাউল্লাহর বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাবে তার দলের কয়েকজন নেতা সমর্থন করলে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল রাজাক চিমা রয়টার্সকে বলেন, “খুব সম্ভবত একজন আত্মঘাতী বোমা হামলাকারী হেঁটে পুলিশ ট্রাকটির কাছে যায় এবং নিজেকে উড়িয়ে দেয়।”

নিহতদের মধ্যে পাঁচ জন পুলিশ এবং দুইজন বেসামরিক নাগরিক। আহতদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন হাসপাতালের এক চিকিৎসক।