দক্ষিণ আফ্রিকায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪

দক্ষিণ আফ্রিকায় একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় আগুন ধরে অন্তত ১৪ জন নিহত এবং ২৬৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2018, 07:12 PM
Updated : 4 Jan 2018, 07:12 PM

কর্মকর্তারা মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

ভিডিও ফুটেজে ট্রেনটির একটি বগিতে আগুন জ্বলতে দেখা গেছে। কাছেই দেখা গেছে একটি বিধ্বস্ত গাড়ি এবং উল্টে পড়ে থাকা ট্রাক।

‘মৃতদেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে সেগুলো চেনা যাচ্ছে না’ বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ফ্রি স্টেট স্বাস্থ্য বিভাগের মুখপাত্র।

ফ্রি স্টেট প্রদেশের ক্রুনস্টাড শহরের কাছে এ সংঘর্ষ হয়। ট্রাকটি রেলক্রসিংয়ে থামতে না পারায় দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমে একথা জানিয়েছেন এক যাত্রী।

ট্রেন থেকে প্রায় ৮৫০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এক যাত্রী জানান, দুর্ঘটনায় ট্রেনের প্রথম দুটি বগির যাত্রীরা আহত হয়েছে। ট্রাকটির চালক পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।