যুক্তরাজ্যের নতুন বিমানবাহী রণতরীতে ফুটো

ত্রুটিপূর্ণ জোড়ার কারণে যুক্তরাজ্যের নতুন বিমানবাহী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথে পানি ঢুকছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2017, 09:40 AM
Updated : 19 Dec 2017, 11:23 AM

এ মাসের শুরুর দিকে পোর্টসমাউথ নৌঘাঁটিতে রাজকীয় নৌবাহিনীর হাতে রণতরীটি তুলে দিয়েছিলেন রানি এলিজাবেথ।

সমুদ্রে পরীক্ষামূলকভাবে চালানোর সময় ৩০১ কোটি পাউন্ড মূল্যের এ রণতরীর একটি প্রপেলার শ্যাফটে ফুটো পাওয়া গেছে বলে বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়েছে।

রাজকীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানান, এইচএমএস কুইন এলিজাবেথের ত্রুটি সারানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন বছরের শুরুতেই রণতরীটি আবার যাত্রা শুরু করতে পারবে।

তিনি বলেন,“সমুদ্রে পরীক্ষামূলক যাত্রার সময় এইচএমএস কুইন এলিজাবেথের শ্যাফটের জোড়ায় ত্রুটি পাওয়া গেছে, পোর্টসমাউথের কাছে থাকার সময়ই এটি সারানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ত্রুটির কারণে রণতরীটির পরবর্তী যাত্রা বিঘ্নিত হবে না, সমুদ্রে এর পরীক্ষামূলক যাত্রাও ব্যাহত হবে না।”

ফুটোর কারণে এইচএমএস কুইন এলিজাবেথে প্রতি ঘণ্টায় দুইশ লিটার সামুদ্রিক পানি ঢুকছে বলে যুক্তরাজ্যের দৈনিক সান পত্রিকা জানিয়েছে।

বিমানবাহী রণতরীর এ ত্রুটি যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর জন্য ‘বিব্রতকর’।

রণতরীটির জন্য কিনতে চাওয়া এফ-৩৫ জঙ্গিবিমানের দাম নিয়ে পার্লামেন্ট সদস্যদের উদ্বেগের মধ্যেই এই ত্রুটির খবর এল। 

দুইশ ৮০ মিটার দীর্ঘ এইচএমএস কুইন এলিজাবেথকে দ্রুতই কোথাও মোতায়েন করার পরিকল্পনা না থাকলেও আগামী বছরের শুরু থেকে রণতরীটির ডেক থেকে হালকা জঙ্গিবিমানের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হতে পারে।

এজন্য বিমানের ১২০ জন ক্রু যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিচ্ছে বলে বিবিসি জানিয়েছে।