জেরুজালেম: লেবাননে মার্কিন ‍দূতাবাসের কাছে সংঘর্ষ

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির জেরে লেবাননে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিক্ষোভ-সংঘর্ষ হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2017, 10:00 AM
Updated : 10 Dec 2017, 01:06 PM

রোববার রাজধানী বৈরুতের উত্তরে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে  লেবাননের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়।

প্রতিবাদকারীদের হটাতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে।

প্রতিবাদকারীরা বৈরুতের উত্তরে আওকার জেলায় অবস্থিত মার্কিন ‍দূতাবাসের কাছে অবস্থান নিয়ে দূতাবাসের দিকে পাথর নিক্ষেপ করে এবং রাস্তায় আগুন জ্বালায়।

প্রতিবাদকারীদের বাধা দিতে দূতাবাস যাওয়ার প্রধান সড়কে ব্যারিকেড বসিয়েছিল নিরাপত্তা বাহিনী। এ সময় অনেক বিক্ষোভকারী সাদা-কালো চেকের স্কার্ফ গায়ে জড়িয়ে ছিল। এই স্কার্ফটি ফিলিস্তিনের অস্তিত্বের প্রতীক।

লেবানন কমিউনিস্ট পার্টির নেতা হানা গরিব বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, “যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের শত্রু।”

বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পোড়ায়।

এদিন একদল বিক্ষোভকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ায়।

লেবাননে হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী বাস করে। রোববার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনেও এক হাজারের বেশি বিক্ষোভকারী বিক্ষোভ করেছে।

গত বুধবার হোয়াইট হাউজে এক ভাষণে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।

শনিবার মধ্যরাতের পর এক বৈঠকে শেষে দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আরব লীগ।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যের শান্তি উদ্যোগের মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র তার গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে বিবৃতিতে মন্তব্যে করেছে আরব রাষ্ট্রগুলোর জোট।