দ.কোরিয়ায় মাছ ধরার নৌকা ডুবে ১৩ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে মাছ ধরার একটি নৌকা ডুবে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2017, 05:48 AM
Updated : 3 Dec 2017, 11:56 AM

দেশটির কোস্টগার্ডের বরাত দিয়ে বিবিসি জানায়, নৌকার আরও দুই আরোহী নিখোঁজ রয়েছে।

এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, রাজধানী সিউলের পশ্চিমে ইনচেওনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নৌকাটিতে দুইজন নাবিক ও ২০ যাত্রী ছিলেন।

নিখোঁজ দুই ব্যক্তির খোঁজে পাঁচটি হেলিকপ্টার ও ১৯টি জাহাজযোগে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। 

সাতজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

পানি প্রচণ্ড ঠান্ডা হওয়ায় নিহতের সংখ্যা বেড়েছে বলে ধারণা কর্মকর্তাদের।

কোস্টগার্ড এখনও দুটি জলযানের সংঘর্ষের কারণ নিশ্চিত হতে পারেনি। 

৩৩৬ টনের জ্বালানী ট্যাঙ্কারটির কেউ আহত হয়নি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন নিখোঁজদের উদ্ধারে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।