ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনায় ট্রাম্প-ওবামা বৈঠক
>> রয়টার্স
Published: 11 Nov 2016 02:55 AM BdST Updated: 11 Nov 2016 03:31 AM BdST
যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রথম বৈঠক করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার হোয়াইট হাউজে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক হয় তাদের।
ওভাল অফিসে ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্টের সামনে বসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। সেগুলোর কিছু বিষয় দারুণ, কিছু বিষয় জটিল।”
তিনি বলেন, কিছু অর্জনের কথা ওবামা ব্যাখ্যা করেছেন।
তবে সেগুলো সম্পর্কে বিস্তারিত বলেননি তিনি।
মঙ্গলবারের ভোটে প্রথম কোনো সরকারি পদে বিজয়ী ট্রাম্প বলছেন, ওবামার সঙ্গে আরও বৈঠক করতে চান তিনি।
এটাই তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ বলেও উল্লেখ করেন ট্রাম্প। ওই বৈঠকে কোনো কর্মকর্তা ছিলেন না বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে নিউ ইয়র্কের এই ব্যবসায়ীর সফলতার জন্য তাকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ওবামা।
“তোমার সফলতার জন্য আমরা সব ধরনের সহযোগিতা করতে চাই। কারণ তুমি সফল হলে দেশ সফল হবে,” বৈঠক শেষে বলেন ওবামা।

প্রচারে প্রেসিডেন্ট ওবামার কঠোর সমালোচনা করেন ট্রাম্প। ওবামার স্বাস্থ্যসেবা নীতি থেকে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি- সব কিছুকে ‘বিপর্যয়’ বলে আখ্যায়িত করেছেন তিনি।
অন্যদিকে প্রেসিডেন্ট পদে অযোগ্য বলে ট্রাম্পকে আক্রমণ করেছেন ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা।
তবে ভোটে ট্রাম্প ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারানোর পরপরই সুর পাল্টে যায়।
বুধবার ওবামা বলেন, ট্রাম্পের সঙ্গে অনেক মতভেদ থাকলেও সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ২০০৮ সালের পথ অনুসরণ এবং শান্তিপূর্ণভাবে ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি।
বর্তমান ও পরবর্তী প্রেসিডেন্টের বৈঠকের সময় হোয়াউট হাউজের চিফ অব স্টাফ ডেনিস ম্যাকডোনাফকে রোজ গার্ডেনের কাছে হাটতে দেখা যায়। এ সময় ট্রাম্পের জামাতা আবাসন ব্যবসায়ী জারেড কুশনারকেও সেখানে দেখা যায়।
-
মসজিদে হামলার পরিকল্পনা, সিঙ্গাপুরে কিশোর আটক
-
উহানে কোয়ারেন্টিন শেষে মাঠ পর্যায়ের তদন্তে ডব্লিউএইচওর দল
-
থাইল্যান্ডে পানশালায় অভিযান চালিয়ে ৮৯ বিদেশি গ্রেপ্তার
-
ইসরায়েলের সুরক্ষায় যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ: ব্লিংকেন
-
যুক্তরাষ্ট্রে ‘সন্ত্রাসবাদবিরোধী’ সতর্কতা জারি
-
পারমাণবিক চুক্তিতে ‘আগে’ ইরানের প্রত্যবর্তন চান ব্লিংকেন
-
রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনির ভাই গ্রেপ্তার
-
ভারতে গাড়ি উল্টে যাওয়ার পর ব্যস্ত সড়কে মাছ লুট
-
চীনা চাপের বিরুদ্ধে দক্ষিণ-পূর্ব এশিয়ার পাশে থাকবে যুক্তরাষ্ট্র: ব্লিংকেন
-
সৌদি আরব-আমিরাতে অস্ত্র বিক্রি স্থগিত করলেন বাইডেন
-
থাইল্যান্ডে পানশালায় অভিযান চালিয়ে ৮৯ বিদেশি গ্রেপ্তার
-
ইসরায়েলের সুরক্ষায় যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ: ব্লিংকেন
-
মসজিদে হামলার পরিকল্পনা, সিঙ্গাপুরে কিশোর আটক
-
ভারতে গাড়ি উল্টে যাওয়ার পর ব্যস্ত সড়কে মাছ লুট
সর্বাধিক পঠিত
- মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- বিদায়ের আগে কাঁপিয়ে যাবে শীত
- নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
- গবেষণায় চৌর্যবৃত্তি: সামিয়া রহমানের পদাবনতি
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- পান্তের পথে হেঁটে বাংলাদেশে সাফল্যের খোঁজে ব্ল্যাকউড
- ইচ্ছে হচ্ছে আমরাও গিয়ে নিয়ে আসি: প্রধানমন্ত্রী
- কোভিড-১৯: ঢাকার পাঁচ হাসপাতালে টিকা নিলেন ৫৪১ জন
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু