রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেইনকে সাড়ে ১৭ কোটি ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র।
Published : 10 Feb 2024, 06:00 PM
এক বিলিয়ন ডলারের সামরিক ও মানবিক সহায়তার অংশ হিসেবে ইউক্রেইনকে এবার ইউরেনিয়াম ট্যাংক শেল দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন আব্রামস ট্যাংকের এই শেল প্রতিপক্ষের সামরিক বাহনের বর্ম ভেদ করে প্রবেশ করতে পারে। ইউক্রেইনকে এই শেল দেওয়ার ঘোষণার নিন্দা জানিয়েছে রাশিয়া।
ইউক্রেইনের একটি বাজারে ক্ষেপণাস্ত্র হামলায় বুধবার ১৭ জনের প্রাণ যায়। ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করে আসছে কিইভ। তার পরদিনই যুক্তরাষ্ট্রের এই সামরিক সহযোগিতার ঘোষণা এল।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেইনকে সাড়ে ১৭ কোটি ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আওতায় এ বছরই এম ওয়ান আব্রাম ট্যাংক পাবে কিইভ। আর ওই ট্যাংকে ব্যবহারের জন্য ১২০ মিলিমিটার ইউরেনিয়াম শেল দেওয়ার ঘোষণা এল এবার।
এই শেলে এমন ইউরোনিয়াম ব্যবহার করা হয়, যার তেজস্ক্রিয়তা অনেকটাই ফুরিয়ে গেছে। এর ঘনত্ব অনেক বেশি হওয়ায় ট্যাংকের বর্ম শক্তিশালী করতে এবং বুলেট ও মর্টার শেলের ধ্বংস ক্ষমতা বাড়াতে এ ধরনের ইউরোনিয়াম ব্যবহার করা হয়।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)