ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা স্টিভ ব্যানন চলতি মাসে নিউজনেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প ২০২৮ সালে ফের প্রেসিডেন্ট পদে লড়বেন বলে তার বিশ্বাস।
Published : 31 Mar 2025, 11:41 PM
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চাওয়া নিয়ে তিনি মোটেও ‘মজা করছেন না’, তবে এখনও এ নিয়ে ভাবার সময় আসেনি।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কেউ দুই মেয়াদের বেশি দেশটির প্রেসিডেন্ট থাকতে পারেন না।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ট্রাম্প রোববার এনবিসি নিউজকে তার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে রাখঢাক ছাড়াই কথা বলেছেন।
“না, আমি মজা করছি না, মজা করছি না। কিন্তু এটা নিয়ে ভাবার সময় এখনও হয়নি। আপনারা জানেন, এমন কিছু উপায় আছে যার মাধ্যমে আপনি এটা করতে পারবেন,” বলেছেন ট্রাম্প।
যদিও কোন উপায়ে তিনি আরেক মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কথা ভাবছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, টানা হোক বা না হোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা সর্বোচ্চ দুইবার চার বছর মেয়াদে প্রেসিডেন্ট থাকতে পারেন।
দৃশ্যত সবচেয়ে সেরা উপায় হচ্ছে সংবিধান বদলানো, কিন্তু তাতে দেশটির কংগ্রেসের দুই কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন, এবং পরে ৫০টি রাজ্যের তিন-চতুর্থাংশের অনুমোদন লাগবে।
ট্রাম্পের অনেক মিত্রই তাকে ২০২৮ সালের পরও হোয়াইট হাউজে রাখতে চান; রিপাবলিকান প্রেসিডেন্ট নিজেও বারবার এই সম্ভাবনার কথা এমনভাবে উপস্থাপন করেছেন, যাতে মনে হচ্ছিল তিনি বোধহয় প্রতিদ্বন্দ্বীদের উসকাতে চাইছেন।
৭৮ বছর বয়সী ট্রাম্প শপথ নেওয়ার দিনই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হয়েছেন, ২০২৮ এর নভেম্বরের নির্বাচনের সময় তার বয়স হবে ৮২ বছর।
জর্জ ওয়াশিংটন ১৭৯৬ সালে যুক্তরাষ্ট্রে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট না থাকার একটি রীতি চালু করেছিলেন, সেসময় এর কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। ১৪০ বছরেরও বেশি সময় ধরে দেশটির কোনো প্রেসিডেন্টই এই রীতি ভাঙেননি।
ব্যত্যয় ঘটান ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ১৯৩৩ থেকে টানা ৪ বার প্রেসিডেন্ট হন তিনি। চতুর্থ মেয়াদে শপথ নেওয়ার কয়েক মাসের মাথায় মৃত্যু হয় তার। তারপর ১৯৫১ সালে প্রেসিডেন্টের মেয়াদ নির্দিষ্ট করে দিয়ে সংশোধনী আসে।
চলতি মাসের ১৯ তারিখ ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা স্টিভ ব্যানন নিউজনেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প ২০২৮ সালে ফের প্রেসিডেন্ট পদে লড়বেন বলে তার বিশ্বাস।
ট্রাম্পকে আরেক মেয়াদে প্রার্থী করতে তিনি ও অন্যরা কাজ করছেন, এর মধ্যে মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া সংশোধনীর খুঁটিনাটি খতিয়ে দেখাও আছে বলে জানান ব্যানন।