এক পুলিশ কর্মকর্তাকে হ্যান্ড মাইক দিয়ে শ্মশানে আসা লোকজন ও স্থানীয়দের নদীর কাছে না যাওয়ার জন্য সতর্ক করতে দেখা গেছে।
Published : 30 Jun 2024, 12:09 AM
ভারতের উত্তরাখণ্ডে বৃষ্টির মৌসুম শুরু হওয়ার পরপরই নদ-নদীর পানি বাড়তে শুরু করে নাগালের মধ্যে যা কিছু পাচ্ছে সব ভাসিয়ে নিয়ে যাওয়া শুরু করেছে।
শনিবার রাজ্যটির হরিদ্বারে ভারি বৃষ্টির পর এক মৌসুমি নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়ে একটি শ্মশানের সামনে খোলা জায়গায় রাখা বহু গাড়ি ভেসে গেছে।
ঘটনাস্থল থেকে সামাজিক মাধ্যমে আপলোড করা এক ভিডিওতে দেখা গেছে, হর কি পৌরিতে ফুলে ফেঁপে ওঠা মৌসুমি নদীতে বেশ কয়েকটি গাড়ি ও মাইক্রোবাস ডুবে গেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্মশানের সামনে পার্ক করে রাখা কয়েকটি মাইক্রোবাস ও আটটি গাড়ি তীব্র স্রোতের সঙ্গে ভেসে গেছে।
#WATCH | Uttarakhand: Vehicles can be seen floating in Haridwar as the water level of river Ganga rises amid heavy rainfall. People are being advised to avoid bathing in the river. pic.twitter.com/XHL0quLW82
— ANI (@ANI) June 29, 2024
গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এক পুলিশ কর্মকর্তাকে হ্যান্ড মাইক দিয়ে শ্মশানে আসা লোকজন ও স্থানীয়দের নদীর কাছে না যাওয়ার জন্য সতর্ক করতে দেখা গেছে।
ওই কর্মকর্তা বলেন, “বৃষ্টির পর নদীটির পানির স্তর হঠাৎ করে বেড়ে গেছে। নদীর পাড়ে না যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।”
বৃষ্টির মৌসুমে উত্তরাখণ্ডে মৌসুমি নদীগুলোতে হঠাৎ পানি বেড়ে যাওয়ার এমন ঘটনা প্রায়ই ঘটে।