এই ছবি তুলেই ‘বার্ড ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ঝি।
Published : 14 Feb 2024, 12:04 AM
ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়ে চার বছর ধরে অপেক্ষা পর দুর্লভ এই ছবি তুলেছেন মার্কিন ফটোগ্রাফার জ্যাক ঝি। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে তোলা ছবিতে দেখা যায়, নিজের চেয়ে বিশালাকারের একটি জলচর পেলিকেনকে আঘাত করছে একটি বাজপাখি।
এই ছবি তুলেই ‘বার্ড ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ঝি। প্রতিযোগিতার অষ্টম আসরে ২৩ হাজার ছবি জমা পড়ে। সেখান থেকে এই ছবিকে চূড়ান্ত করে এর কারিগরকে সেরা ঘোষণা করা হয়।
ছবিটি ‘বার্ড বিহ্যাভিয়ার’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ডও পেয়েছে। ঝি জানান, বাজপাখির ক্ষিপ্রগতির কারণে ছবিটি তোলা সহজ কাজ ছিল না। চোখের পলকে পেলিকেনকে আক্রমণ করে বসে সেটি। সেই মুহূর্তটি একপর্যায়ে ফ্রেমবন্দি করতে সক্ষম হন তিনি।
সেরা ফটোগ্রাফারের পুরস্কার হিসেবে ঝি পেয়েছেন ৫ হাজার পাউন্ড। প্রকৃতিতে পাখির সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি জীববৈচিত্র্যে প্রতিদিন তারা যে হুমকির মুখে পড়ছে, সে বিষয়েও সচেতনতা তুলে ধরা হয় প্রতিযোগিতায়। সংবাদসূত্র: সিএনএন
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)