লিঙ্গ সমতার জন্য টানা ১৪ বছর ধরে বিশ্বের সেরা দেশের স্বীকৃতি রয়েছে আইসল্যান্ডের।
Published : 24 Oct 2023, 12:49 PM
কর্মক্ষেত্রে নারী-পুরুষের মজুরি বৈষম্য ও লিঙ্গভিত্তিক সহিংসতার প্রতিবাদে এক ধর্মঘটে যোগ দিয়েছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী কাতরিন ইয়াকবস্তোতের।
দেশটিতে মঙ্গলবার কর্মবিরতি পালন করছেন ১০ হাজার নারী, এর সঙ্গে একাত্মতা পোষণ করেছেন প্রধানমন্ত্রীও।
বিশ্বের সুখী দেশের তালিকায় প্রথম সারিতে রয়েছে ইউরোপের এই দেশটি। চলতি বছরও এ তালিকায় তৃতীয় স্থানের মর্যাদা পেয়েছে আইসল্যান্ড। এরপরও স্বাস্থ্যসেবা ও শিক্ষার মত নারী সংখ্যাগরিষ্ঠ কর্মক্ষেত্রগুলোতে কিছু বৈষম্য রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এই বৈষম্যের প্রতিবাদে ১৯৭৫ সালের পর প্রথমবারের মত পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছেন নারী ও এলজিবিটি কমিউনিটির নাগরিকরা। কর্মবিরতি চলাকালে তারা গৃহস্থালীর কোনো কাজেও হাত দেবেন না।
প্রধানমন্ত্রী কাতরিন ইয়াকবস্তোতের একটি ওয়েবসাইটকে বলেছেন, “আমি এই দিনটিতে কাজ করব না। আমি আশা করছি, সকল নারীই তাই করবেন।”
তিনি জানান, অতীত থেকে চলে আসা পুরুষ-প্রধান কর্মক্ষেত্রের তুলনায় নারী-প্রধান ক্ষেত্রগুলোকে কীভাবে মূল্যায়ন করা হচ্ছে, সেটি খতিয়ে দেখছে তার সরকার।
আইসল্যান্ডিক টিচার্স ইউনিয়নের মতে, শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে নারী শিক্ষকরা সংখ্যাগরিষ্ঠ। কিন্ডারগার্টেনের শিক্ষকদের ৯৪ শতাংশই নারী। সেইসঙ্গে আইসল্যান্ডের সবচেয়ে বড় ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের প্রায় ৮০ শতাংশ কর্মীই নারী।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) হিসাবে টানা ১৪ বছর ধরে লিঙ্গ সমতার জন্য বিশ্বের সেরা দেশ আইসল্যান্ড। লিঙ্গ সমতায় ডব্লিউইএফ এর সূচকে দেশটির স্কোর ৯১ দশমিক ২ শতাংশ।
দেশটিতে প্রথম নারীদের এমন ধর্মঘট হয়েছিল ১৯৭৫ সালে। সেসময় ৯০ শতাংশ নারী কর্মী অর্থনীতিতে তাদের অবদান তুলে ধরতে ধর্মঘটে যান। ফলে পরের বছরই পার্লামেন্টে পাস হয় সম-মজুরি আইন।