সোমবার ভোরের এ দুর্ঘটনায় আহত হন উড়োজাহাজে থাকা আরও তিনজন। তবে মাটিতে কেউ আহত হননি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
Published : 25 Nov 2024, 04:49 PM
লিথুয়ানিয়ার ভিলনিয়াস বিমানবন্দরে একটি কার্গো উড়োজাহাজ অতরণের সময় পিছলে একটি বাড়িতে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন।
সোমবার ভোরের এ দুর্ঘটনায় আহত হন উড়োজাহাজে থাকা আরও তিনজন। তবে মাটিতে কেউ আহত হননি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ডিএইচএল এর পক্ষ থেকে সুইফটএয়ার এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছিল।জার্মানির লিপজিগ থেকে উড়োজাহাজটি ছেড়ে এসেছিল।
লিথুয়ানিয়ার ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের মুখপাত্র বলেছেন, গন্তব্যস্থলের বিমানবন্দরে অবতরণের জন্য এগিয়ে আসার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। বিমানবন্দরের মুখপাত্র জানান, উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৩৭-৪০০।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, উড়োজাহাজটি মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে যায় এবং ১০০ মিটার পিছলে গিয়ে রানওয়ের কাছের একটি ভবনে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়।
বিমানের ধাক্কা লাগা বাড়িটি থেকে ১২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ। দমকলকর্মীরা বাড়িটির ওপর পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং ঘটনার পর ঘিরে ফেলা হয় কাছের রাস্তাগুলো।
লিথুয়ানিয়ার ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের মুখপাত্র বলেছেন, দুর্ঘটনার পেছনে তারা বিস্ফোরণ ঘটার কোনও আলামত পাননি।
তবে গুপ্তচরবৃত্তি-প্রতিরোধ বিষয়ক প্রধান কর্মকর্তা দারিউস সাংবাদিকদের বলেন, “আমরা সন্ত্রাসের সম্ভাবনা নাকচ করতে পারছি না… তবে এ মুহূর্তে আমরা এ বিষয়ে কিছু বলতে পারছি না বা অঙ্গুলি নির্দেশ করতে পারছি না। কারণ, আমাদের কাছে এমন কোনও তথ্য নেই।”